স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল ইন কোভিড-১৯ এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:জসিম উদ্দিন শরীফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা:জেসমিন নাহার খানম। বিশেষ অথিতি হিসেবে ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: শামসউদ্দিন।
প্রশিক্ষণে সাম্প্রতিক কভিড পরিস্থিতি ও ইপিআই কভারেজ নিয়ে বিস্তারিত আলোচনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে দক্ষিণ সুনামগঞ্জের সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,এমটি(ইপিআই), স্বাস্হ্য পরিদর্শকগণ WHO প্রতিনিধি উপস্থিত ছিলেন।