স্পোর্টস ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের মধ্যেই চলছে খেলাধুলা। ছোঁয়াচে ভাইরাস যাতে সংক্রমিত হতে না পারে সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
শনিবার রাতে নিজেদের মাঠ পোর্তোয় উয়েফা নেশন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল। দলের এমন দুর্দান্ত জয়ের ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।
আঙুলে সংক্রমণ ধরা পড়ায় আপাতত মাঠের বাইরে রয়েছেন পর্তুগাল সেরা এই ফুটবলার। সতীর্থদের খেলা দেখতেই গতরাতে গ্যালারিত উপস্থিত ছিলেন সিআর সেভেন।
কিন্তু গ্যালারিতে মাস্ক না পরে বসায় রোনালদোকে সতর্ক করেন এক অফিসিয়াল। রোনালদো অবশ্য মাস্ক নিয়েই মাঠে প্রবেশ করেছিলেন। খেলা দেখার সময় মাস্কটি পাশের সিটে রেখে দিয়েছিলেন।
বিষয়টি নজরে আসায় এক নারী অফিসিয়াল গিয়ে রোনালদোর দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে সঙ্গেই পাশের সিট থেকে মাস্কটি তুলে নিয়ে পরেন রোনালদো।