বিনোদন ডেস্কঃ করোনাকালেও সঙ্গীতাঙ্গনে স্থবিরতা নেমে এসেছে। সেভাবে কোনো কাজ হচ্ছে না। স্টেজ শো বন্ধ হয়ে গেছে গত মার্চ মাসেই। তবে অডিওর পাশাপাশি টিভি অনুষ্ঠানে অল্প কয়েকজন সঙ্গীতশিল্পীকে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিরাপদ মনে না করায় অনেক শিল্পীই ঘরবন্দি অবস্থায় দিনাতিপাত করছেন।
তবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি ব্যতিক্রম এক্ষেত্রে। করোনার প্রকোপ শুরুর প্রথম দুই মাস কোনো কাজ না করলেও গত মে মাস থেকে কাজ করছেন তিনি।
প্রতি মাসেই নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন। গত কোরবানির ঈদেও তার কণ্ঠের তিনটি গান প্রকাশ হয়েছে। প্রায় এক মাস বিরতি কাটিয়ে কয়েকদিন আগে আবারও নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন এ সঙ্গীতশিল্পী। এর মধ্যে ‘আমার একটাই তো মন্দ স্বভাব’ শিরোনামে একটি গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর করেছেন আহমেদ কিসলু। অন্যটির শিরোনাম ‘ভুল নাম’। ইশতিয়াক আহমেদের কথায় এ গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা।
বর্তমানে গান দুটির কারিগরি কাজ চলছে। শিগগিরই এগুলো প্রকাশ হবে। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গান ছাড়া তো আর অন্য কিছু শিখিনি। তাই গানের সংস্পর্শে না থাকলে সময় ভালো কাটে না। গত কয়েক মাস ধরেই নিয়মিত নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছি।
সেগুলো প্রকাশের পর শ্রোতারাও আগ্রহ নিয়ে শুনছেন। নতুন গান দুটিও শ্রুতিমধুর হয়েছে। আশা করছি এগুলো শ্রোতাদেরও ভালো লাগবে।’ অন্যদিকে অনুপম অডিও কোম্পানির সঙ্গে ১০টি গান তৈরি নিয়ে চুক্তি হয়েছে ন্যান্সির। এ প্রজেক্টটি বছরজুড়ে চলবে। এখান থেকে প্রতি মাসে একটি করে গান তৈরি হবে। এছাড়া চলতি মাসেই একাধিক টিভি অনুষ্ঠানে গান গাইবেন বলে জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী।