রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন নিখোঁজ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৩১৮ বার

অনলাইন ডেস্ক::
চট্টগ্রাম বন্দরে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে ক্যাপ্টেন নিখোঁজ হয়েছেন। আজ সোমবার রাত পৌনে আটটায় বন্দরের সাত নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ক্যাপ্টেনের নাম মার্কুপোলোস ভাসিলিওস। তার বয়স ৫৭ বছর। গ্রিসের এ নাগরিক ‘এমভি ইভনিয়া’ জাহাজের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। চীন থেকে স্টিল পাইপ ও যন্ত্রপাতিসহ প্রায় ২৮ হাজার ৪৫৮ টন পণ্য নিয়ে আসা জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভিড়ানো হয়েছিল।
ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০ টায় বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মো. আবদুল গাফফার মোবাইলে প্রথম আলোকে বলেন, ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) পরিমাপ করার জন্য জাহাজের ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ক্যাপ্টেন। দুর্ঘটনার পরই কোস্টগার্ড ও বন্দরের জাহাজ ও জলযান দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাতভর অভিযান চলবে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি ইনস্কেপ শিপিং লাইন লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান প্রথম আলোকে জানান, দুর্ঘটনার সময় কর্ণফুলীতে ভাটা ছিল। জাহাজ থেকে নাবিকেরা বয়া ছুড়ে ফেললেও তীব্র স্রোতের কারণে তা ক্যাপ্টেন ধরে রাখতে পারেননি। কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের জাহাজ ও জলযান দিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়। অভিযান এখনো চলছে। রাত ১১ টা পর্যন্ত ক্যাপ্টেনকে উদ্ধার করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ