শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

বার্সার সবর্নাশ করা সেই খেলোয়াড় ফিরে এলেন বার্সাতেই

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৯ বার

স্পোর্টস ডেস্কঃ  চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সবর্নাশ করে ফের বার্সেলোনাতে ফিরেছেন দলটির ফিলিপ্পে কুতিনহো।

এক মৌসুমের জন্য বার্সেলোনার কাছ থেকে তাকে ধার নিয়েছিল বায়ার্ন মিউনিখ। তার সেই খেলোয়াড়ই ডোবাল বার্সাকে।

১৪ আগস্ট লিসবনের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে কুতিনহো করেছেন ২ গোল, করিয়েছেন একটি।

বুধবার মিউনিখ ছেড়েছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড কুতিনহো।

তার আগে ইনস্টাগ্রামে বায়ার্নকে ধন্যবাদ জানিয়ে এ ফয়োয়ার্ড লিখেছেন– ‘ক্লাবের সব সমর্থক, খেলোয়াড় ও স্টাফকে এই মৌসুমটির জন্য ধন্যবাদ জানাই। এটি সত্যিই অসাধারণ একটি মৌসুম গেছে, যেখানে আমি অনেক কিছু শিখেছি এবং অবিস্মরণীয়ভাবে ট্রেবল জিতেছি।’

উল্লেখ্য, বায়ার্নে মৌসুমটি সত্যি অসাধারণ ছিল কুতিনহোর। বার্সা থেকে বায়ার্নে ভিড়ে চলতি মৌসুমে বুন্দেস লিগা ও জার্মান কাপের পাশে চ্যাম্পিয়নস লিগ ত্রিমুকুট (ট্রেবল) জিতেছে কুতিনহোর দল।

কুতিনহোর অসাধারণ নৈপুণ্যে খুশি বায়ার্ন মিউনিখও। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লাবটির প্রধান কার্ল হেইঞ্জ রুমেনিগে লিখেছেন– ‘ফিলিপ্পে কুতিনহোকে অনেক ধন্যবাদ। তার সৃষ্টিশীলতা ও দুর্দান্ত নৈপুণ্যে এই ত্রিমুকুট জয় হয়েছে আমাদের। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে তার পারফরম্যান্স প্রমাণ করেছে, তাকে ধারে নেয়াটা ছিল দারুণ সিদ্ধান্ত।’

জার্মান ক্লাবটিতে গিয়ে ৩৮ ম্যাচ খেলে ১১ গোল করেছেন কুতিনহো। ৯ গোলে এসিস্ট করেছেন।

তথ্যসূত: গোল ডট কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ