এর আগে পিএসজির অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেস করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ আজ জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবং নতুন মৌসুম শুরুর আগে মানসিকভাবে চনমনে হয়ে ওঠতে চেয়েছিলেন পিএসজির খেলোয়াড়রা। এরই প্রেক্ষিতে কয়েকজন খেলোয়াড় মিলে অবকাশ যাপনে যান ইবিজার সমুদ্র সৈকতে।
সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হন নেইমার, ডি মারিয়া ও পেরেদেস।
তাঁদের সঙ্গে ছিলেন মাউরো ইকার্দি, কেইলর নাভাস ও আন্দের এরেরাও। তাঁরা বর্তমানে কোয়ারেন্টিনে আছেন।
পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে তিন ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। তবে তাঁদের নাম জানানো হয়নি।
বিবৃতিতে শুধু লিখা হয়েছে, ‘পিএসজির তিন খেলোয়াড় কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। তাঁরা সবাই যথাযথ স্বাস্থ্য সুরক্ষার নীতি মেনে চলবেন। আগামী কয়েক দিনে সব খেলোয়াড় ও কর্মকর্তারই টেস্ট করা হবে।’
ফরাসি লিগ ওয়ান শুরু হয়েছে গেল ২১ আগস্ট। তবে চ্যাম্পিয়ন্স লিগে ব্যস্ত সময় কাটানোয় পিএসজিকে ছাড় দেওয়া হয়েছে। তাঁদের খেলা শুরু হচ্ছে দেরিতে। আগামী ১০ সেপ্টম্বর লেঁসের বিপক্ষে লিগে মাঠে নামার কথা পিএসজির।
এর তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ আছে নেইমারদের।
কিন্তু লিগ শুরুর আগেই বড় হোঁচট খেল পিএসজি। নেইমারসহ তিনজন আক্রান্ত হওয়ায় দলটি আছে দুশ্চিন্তায়।
সেই দুশ্চিন্তা বেড়ে যেতে পারে আরোও। কেননা, করোনা টেস্টে পজিটিভ হতে পারেন ইকার্দি, নাভাসও।
তবে আরেক ফুটবলার করোনাক্রান্ত হলে পিএসজি স্বস্তিও পেতে পারে। এবার ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে, কোনো দলের চারজন ফুটবলার করোনায় আক্রান্ত হলে সেই দলের ম্যাচ স্থগিত রাখা হবে।