স্পোর্টস ডেস্কঃ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেন জাতীয় দলের মিডফিল্ডার ডেভিড সিলভা। ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়েল সোসিদাদে যোগ দিয়েছিলেন তিনি। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে আইসোলেশনে রয়েছেন সিলভা।
নতুন মৌসুমে নামার আগেই করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে স্প্যানিশ এই তারকা ফুটবলারের।
দীর্ঘ দশ বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে স্পেনে ফিরেছেন সিলভা। ফ্রি ট্রান্সফারে এই মিডফিল্ডারকে দলে নিয়েছে রিয়েল সোসিদাদ।
ডেভিড সিলভা ম্যানচেস্টার সিটিতে ১০ বছরে ৪৩৬ ম্যাচ খেলেছেন। জিতেছেন চারটি ইপিএল, দুটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ ও তিনবার কমিউনিটি শিল্ড।