স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখার কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা প্রশাসন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জুম মিটিংয়ের মাধ্যমে দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মিটিংয়ে অংশগ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ, দরগাপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায়, জেলা আইসিটি এম্বাসেডর মিসবাহ্ উদ্দিন, বেনু মজুমদার, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন রাসেল, এমদাদুল হক মিলন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আলা উদ্দিন, হেলাল আহমদ, রিকন চন্দ্র দাশ, জজ মিয়া, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ার।