স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রজেস্টোরেন হরমোন সমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্লান্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩১ আগস্ট) সকাল ১১ টায় জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ইমপ্লান্ট ক্যাম্প পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা: ননী ভূষন তালুকদার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুল ইসলাম সিদ্দিকী, পরিবার কল্যাণ সহকারী ফাতেমা, হুসনে আরা, নিভা,রেনুকা বেগম, সুষমা, সেচ্ছাসেবী রিতা রানী, অফিস সহায়ক হাবিবুর রহমান সুফিসহ প্রমুখ।