রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

বার বার পরীক্ষা না নিয়ে প্যানেল করে নিয়োগ দেওয়া উচিত: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৩০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   প্যানেল এখন সর্বমহলেই একটি যৌক্তিক এবং সময় উপযোগী দাবি। সিলেট পিডিয়ার নিয়মিত আয়োজন। বিষয় সুনামগঞ্জের উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান এমপি বলেন বারবার পরীক্ষা না নিয়ে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া উচিত। তিনি আরো বলেন সংশ্লিষ্ট দপ্তরকে তিনি অবহিত করবেন প্যানেল বিষয়ে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী এম.এ.মান্নান এমপি পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়, আরো উপস্থিত ছিলেন নুরুল হুদা মুকুট জেলা পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ, আকবর হোসেন মঞ্জু বিশিষ্ট ব্যবসায়ী এবং ডাক্তার আবুল কালাম চৌধুরী।

উল্লেখ্য যে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রেকর্ড সংখ্যক ২৪ লক্ষ পরীক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে লিখিত ও মৌখিক পরীক্ষায় আমরা ৫৫২৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হই যা ছিল মোট পরীক্ষার্থীর শতকরা ২.৩ ভাগ। কিন্তু চূড়ান্ত ভাবে সুপারিশ করা হয় মাত্র ১৮১৪৭ জন পরীক্ষার্থীকে আর নিয়োগ বঞ্চিত হই আমরা ৩৭ হাজার পরীক্ষার্থী। যেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: ফসিউল্লাহ স্যার বলেছেন, ভাইভাতে কোনো পাস ফেল নেই। ভাইভাতে উপস্থিত হলেই ১৪/১৫ নম্বর পাওয়া যায়। তাছাড়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিককে মৌখিক পরীক্ষায় ফেল বলতে কিছু নেই। যেহেতু ভাইভা পরীক্ষায় পাস ফেল বলতে কিছু নেই তাহলে তাই বাকি ৩৭ হাজার লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ চায় সংগঠনটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ