স্পোর্টস ডেস্কঃ বার্সার ছাড়ার পর পরই মেসিকে নিতে মুখিয়ে আছে ইউরোপের অনেক দল।
তবে সেই দৌড়ে বেশি সবচেয়ে বেশি এগিয়ে ৩ ক্লাব – ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
আর এই তিন ক্লাবের মধ্যে কোনটিকে বেছে নেবেন মেসি সে কথা জানালেন তার বাবা জর্জ মেসি।
অবশ্য মেসিকে দলে ভেড়াতে ফরাসি শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো যোগাযোগ করেছিলেন মেসির বাবার।
যদিও সফল হননি লিওনার্দো। ছেলের ভবিষ্যতের ব্যাপারে জর্জ মেসির ভাবনাটা অন্যরকম।
জর্জ মেসি জানিয়েছেন, নতুন মৌসুমে ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটি ছাড়া অন্য কোনো ক্লাবে খেলার ইচ্ছাই তার ছেলের।
ফ্রান্সের অন্যতম সংবাদমাধ্যম লা ইকুইপের প্রতিবেদন অনুযায়ী, ম্যান সিটিকে বেছে নিয়েছেন মেসি। পেপ গার্দিওলার ভক্ত সে। গার্দিওলার অধীনেই কাজ করতে আগ্রহী। তাই সেখানে সে যেতে পারে।