বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৪৯৯ বার

স্টাফ রিপোর্টার :: রোজা মাসের অর্থেক পেরিয়ে এসে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এখন দক্ষিণ সুনামগঞ্জে বিভিন্ন বাজারের বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতি আর বেচা-বিক্রিতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। ঈদের আগের বাকি দিনগুলোতেও এভাবে বিক্রি হবে বলে আশা করছেন তারা। এখন সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজার,পাগলা বাজার, নোয়াখালী বাজার, পাথারিয়া বাজার। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারগুলোতে এখন ক্রেতা বিক্রেতারা দিনভর বেচা-কেনায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা। দক্ষিণ সুনামগঞ্জে শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের শাহ জালাল ক্লথ ষ্টোরের মালিক হাফিজ আব্দুর রশীদ বলেন, রোজা শুরুর পর থেকেই কেনাকাটা শুরু হয়েছিল। এখন খুব বেশি ক্রেতা পাচ্ছেন তারা। তিনি আরও বলেন,গত বছর আমরা বিরাট ক্ষতির মধ্যে ছিলাম, ঈদ বা ঈদের বাহিরে সারা বছর তেমন বিক্রি হয়নি। তবে রোজার ঈদে মানুষের পদচারণাও বেশি বিক্রিও হয় ভালো, আশা করছি ঈদের আগ পর্যন্ত এভাবে কাস্টমার পাব। এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার সুবর্না বস্ত্রালয়ের তাকগুলোতে সাজানো হয়েছে নানা কাপড় আর নকশার মেয়েদের পোশাক। “এবার জর্জেটের কালেকশনই বেশি চলছে,” বলেন দোকান মালিক। এই পাগলা বাজারের গ্রামীন ফ্যাশনের মালিক বলেন, “এত দিন যা বিক্রি হইছে, তা গত ঈদের তুলনায় অনেক বেশি, আশা করছি এবার খুব ভালো ব্যবসা হবে। এখন অনেক বেশি ক্রেতা আসছে, ভিড়ও অনেক বেশি। বিক্রিও হচ্ছে বেশি। শান্তিগঞ্জ বাজার কাশফুল ও নিপ্র ফ্যাশনের মালিকরা বলেন, “রোজার শুরুর পর থেকেই এবার আস্তে আস্তে ক্রেতা আসা শুরু হয়েছে। আজকে রমজানের ১৭ তারিখে অনেক বেশি ক্রেতা এসেছে, বিক্রি হয়েছে অনেক ভালো। অপদিকে শান্তিগঞ্জ বাজার রেজিয়া ফ্যাশন এর মালিক আব্দুল হক মিয়া বলেন, আজকে অনেক কাস্টমার আসছে, ঈদের আগ পর্যন্ত এমন চলবে মনে হচ্ছে। শান্তিগঞ্জ বাজার মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতা রাব্বি হাসান বলেন, “বাড়ী চলে যাব, তাই যাওয়ার আগে কেনাকাটা করে নিলাম। দোকান মালিকদের সাথে কথা বলে বুঝা যাচ্ছে এবার ঈদের বাজার ভালভাবে জমে উঠেছে। প্রতিটি মার্কেটে মার্কেটে এখন মানুষের ভিড় ভাড়ছে। ঈদের হাসি খুশিকে আরও আনন্দময় ও পরিপূর্ন করতে ক্রেতা বিক্রেতা সবাই এখন কেনাকাটায় ব্যস্থ সময় পার করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ