স্টাফ রিপোর্টারঃ “পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই শ্লোগানকে ধারণ করে দক্ষিণ সুনামগঞ্জ থানা কর্তৃক আয়োজিত ৩ নং পশ্চিম পাগলা ইউনিয়নে মাদক, জঙ্গি, যৌতুক, বাল্যবিবাহ, জুয়া, নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল হকের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেনের পরিচালনায় শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই নৃপেশ দেব, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, পশ্চিম পাগলা ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, ইউপি সদস্য মকবুল হোসেন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান প্রমুখ।
সভায় বক্তারা বিট পুলিশিংয়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ, দফাদার, চৌকিদার, সকলস্তরের জনগণ প্রমূখ।