মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

জাতিসংঘে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র: ইরান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২০৫ বার

অনলাইন ডেস্কঃ  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ বলেছেন, দিনে দিনে একঘরে হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, একগুঁয়েমির কারণে এই বিশ্ব সংস্থায়ও আমেরিকা আবারও একঘরে এবং অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আনাদোলু ও গার্ডিয়ানের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার দাবি জানিয়েছিলেন।

সেই প্রসঙ্গ উল্লেখ করে জারিফ মঙ্গলবার রাতে এক টুইটবার্তায় লিখেছেন, পম্পেওর আইন লঙ্ঘনকারী দাম্ভিকতা আমেরিকাকে আরেকবার জনবিচ্ছিন্ন করেছে।

আমেরিকা তার বেআইনি আবেদনের ব্যাপারে শুক্রবারের বৈঠকে আলোচনা অনুষ্ঠানের বিরোধিতা করলেও মঙ্গলবার এ পরিষদের বৈঠকে উপস্থিত সদস্য দেশগুলো মার্কিন আবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের এখন পেশিশক্তি দেখানোর আচরণ পরিহার করার সময় এসে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ