শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

কষ্ট পেয়েছেন মেসি, তবে কি বার্সা ছাড়বেন? রিভালদো মনে করেন…

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ১৯৪ বার

স্পোর্টস ডেস্কঃ  লিওনেল মেসি কি তবে বার্সেলোনা ছেড়েই দেবেন? গত দেড় দশকে এমন খবর এসেছে অনেকবারই। কিন্তু ভক্ত-সমর্থকদের কাছে কখনই বিশ্বাসযোগ্য মনে হয়নি খবরটা। মেসি ছাড়া বার্সা? এও কী সম্ভব!

এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। বার্সা ম্যানেজম্যান্টের সঙ্গে মেসির দূরত্বটা বাড়ছিল অনেক দিন ধরেই। চ্যাম্পিয়নস লিগে ৮ গোল হজম করে বার্সেলোনা ছিটকে পড়ার পর এখন অনেকেরই বিশ্বাস হচ্ছে, মেসি বার্সা ছেড়ে দিতে পারেন। গণমাধ্যমেও এমন গুঞ্জন জোরালো থেকে জোরালো হচ্ছে।

বিজ্ঞাপন

কিন্তু এসব খবরের সঙ্গে একমত নন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার রিভালদো। বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান মনে করেন, হুট করে ট্রান্সফার ফি ছাড়া বার্সেলোনা ছাড়বেন না মেসি।

চ্যাম্পিয়নস লিগ লজ্জার পর বার্সা সুপারস্টার বেশ কষ্ট পেয়েছেন, সেটি বুঝতে পারছেন রিভালদো। তবে ক্লাবের সঙ্গে তার এতদিনের সম্পর্ক তাতেই ধুয়ে মুছে যাবে বলে মনে করেন না ব্রাজিলের সাবেক এই তারকা।

বিজ্ঞাপন

বেটফায়ারে মঙ্গলবার নিজের লেখা কলামে রিভালদো বলেন, ‌‘আমি নিশ্চিত, ওই হারের পর সে খুব কষ্ট পেয়েছিল। তবে এতদিন ক্লাব তার জন্য যা করেছে, এজন্য সে অনেক কৃতজ্ঞ। আর তার জীবন তো এই শহরেই বাঁধা। সে যখন ফুটবল ছাড়ার কথা ভাববে, তখনও সে বার্সেলোনাতেই থাকবে।’

১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৫৭ ম্যাচে ৮৬ গোল করা রিভালদো যোগ করেন, ‌‘৮-২ গোলে হারের পর মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসাটা স্বাভাবিক। মেসিও হয়তো মুহূর্তের জন্য চিন্তা করেছে, বার্সা ছাড়ার সময় হয়েছে। তবে ভালোমতো না ভেবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নেবে না।’

বার্সেলোনা মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত। মেসি হুট করেই কোনো সিদ্ধান্ত নেবেন না, এই বিশ্বাস আছে রিভালেদোর। তিনি বলেন, ‘আমি মনে করি না, বোর্ডের সঙ্গে কথা না বলে সে এমন সিদ্ধান্ত নেবে। সম্পর্কটা অনেক বছরের, উভয় পক্ষকেই যা অনেক কিছু দিয়েছে। ট্রান্সফার ফি ছাড়া মেসি ক্লাব ছাড়বে না। বছরের পর বছর সে যা করেছে এবং তার ব্যক্তিত্বকে মাথায় রেখে আমি এই কথা বলছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ