বিনোদন ডেস্কঃ করোনাভাইরাসের কারণে অনেকের মতো দীর্ঘ সময় কর্মহীন ছিলেন নাট্যাভিনেত্রী মৌসুমী হামিদ। সেই সময়টায় ঘরবন্দি হয়ে অলস সময় পার করেছেন। তবে কোরবানির ঈদের আগে চিরচেনা সহকর্মীদের সঙ্গে নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন এ অভিনেত্রী।
গত ঈদে খুব বেশি নাটকে অভিনয় করা হয়নি তার। ঈদের পর ১৫ আগস্ট থেকে আবারও শুটিংয়ে ফিরেছেন মৌসুমী হামিদ। সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক নাটকটিতে যুক্ত হয়েছেন তিনি।
এটি আরটিভিতে প্রচার হচ্ছে। বর্তমানে রাজধানীতে নাটকটির শুটিং চলছে। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নাটকটি অনেক আগেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। মাঝ পথে এসে এতে আমাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন পরিচালক।
আশা করছি, এতে আমার অন্তর্র্ভুক্তি দর্শকদের ভালো লাগবে।’ নাটকের পাশাপাশি ক্যারিয়ারের শুরুর দিকে ছবিতে অভিনয়ে দেখা গেছে তাকে। তবে এখন নাটকেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন এ অভিনেত্রী। অবশ্য গত বছর গাজী রাকায়েতের পরিচালনায় ‘গোর’ নামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। করোনার প্রভাব কমলেই এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।