শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

করোনায় কেন শ্রীলংকা যাচ্ছে টাইগাররা, জানালেন পাপন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২১৩ বার

স্পোর্টস ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের মধ্যেই সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

ছোঁয়াচে এই ভাইরাসের মধ্যে লংকা সফর যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, শ্রীলংকায় যেতে রাজি হওয়ার পেছনে একটিই কারণ। ওদের ওখানে নাকি গত কয়েক মাসে একজনও করোনা রোগী ধরা পড়েনি। ওরা বলছে শ্রীলংকায় করোনাভাইরাস নেই। তবে ১৫ দিন আগ পর্যন্ত আমরা জানতাম শ্রীলংকার মতো নিউজিল্যান্ডও ক্রিকেটের জন্য নিরাপদ।

শ্রীলংকা সফর নিয়ে পাপন আরও বলেছেন, শ্রীলংকাকে এখন বলা হচ্ছে নিরাপদ। সামনে কী হবে তা তো জানি না। ওখানে নাকি একদমই কোভিড ধরা পড়ছে না, এটা কীভাবে হয়! আমি শ্রীলংকার করোনা পরিস্থিতির গত তিন মাসের বিস্তারিত পরিসংখ্যান জানতে চেয়েছি। এছাড়া আমাদের দল কোথায় কীভাবে থাকবে, দলের সঙ্গে কারা যাবে, কীভাবে যাতায়াত করবে এসবও জানাতে বলেছি।

শ্রীলংকা সফরে কলম্বোয় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ড ওদের দুটি শহরে খেলার কথা আমাদের জানিয়েছে। আমরা বলেছি একটি শহরেই তিনটি টেস্ট খেলতে চাই। এটাই চূড়ান্ত বলতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ