রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

কবিতা-‘বিদেশ’

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ১২৯৯ বার

মাগো তোমার আঁচল তলে

আমি থাকতে চাই,
দু বেলা দু মুঠো নুন ভাত
যদিও আমি খাই
তবু আর বিদেশ রবনা,
বিদেশ আমার ভালো লাগেনা।
কঠোর পরিশ্রম করি মাগো
কঠিন শাসনের মাঝে,
কাজে একটু ভূল হলে
কথা বলে আজে বাজে।
খাওয়া যখন খেতে যাই মা
কিছুই মুখে না উঠে,
তোমার হাতের রান্না কি মা
এই দেশেতে জোটে,
মরুর দেশের গরম হাওয়ায়
ঘুম যে আসেনা,
আমি আর বিদেশ রবনা
বিদেশ আমার ভালো লাগেনা।
শুনতে পাইনা মাগো আমি
কোকিলেরি গান,
দেখতে পাইনা মাগো আমি
মাঠ ভরা ধান,
গাইতে পারিনা মাগো আমি
গলা ছেড়ে গান,
চলতে পারিনা মাগো আমার
হাজার পিছু টান।
বুকের ভিতর হাজারও বেদনা
কাউকে কিছুই বলতে পারিনা,
আমি বিদেশ আর রবনা,
বিদেশ আমার ভালো লাগেনা।
দেখতে পাইনা মাগো আমি
তোমারী মায়া মাখা মুখ,
অর্থ কামাই তবুও মনে
নাই আমার সুখ,
অট্রালিকার মাঝে থাকি
আমি আজব এ শহরে,
এখন শান্তি নাই যে শান্তি
ছিল আমাদের ঘরে,
জাবেদ বলে বালির তরে
ছেড়ে এসেছি সোনা,
আমি আর বিদেশ রবনা,
বিদেশ আমার ভালো লাগেনা।

জুনায়েদ হুসেন জাবেদ
যুগ্ম সাধারন সম্পাদক,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ