শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

ধোনির পর অবসর নিলেন সুরেশ রায়না

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ১৯৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ।

শনিবার হঠাৎ করেই ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি।

ধোনির এমন হঠাৎ অবসরের ঘোষণায় তাকে নিয়ে ভারতসহ ক্রিকেটবিশ্ব যখন আলোচনা-সমালোচনায় ব্যস্ত, তখনই প্রিয় অধিনায়কের পথেই হাঁটলেন ভারতের আরেক ব্যাটসম্যান সুরেশ রায়নাও।

একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়নাও।

শনিবার নিজের ইনস্টাগ্রামে ধোনিকে উদ্দেশ করে রায়না লিখেছেন, ‘তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। অত‍্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই পথেই হাঁটলাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।’

একই দিনে দুই তারকার এমন নীরবে নিভৃতে ক্যারিয়ার সমাপ্তির ঘোষণায় হতবিহল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কেননা ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।

২০০৫ সালে ভারতীয় দলে অভিষেক ঘটে বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার। ক্যারিয়ারে ২২৬টি আর্ন্তজাতিক একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ঝুলিতে জমা করেছেন ৫৬১৫ রান।

তবে ওয়ানডের তুলনায় টেস্টে ম্লান তার ক্যারিয়ার। ১৯টির বেশি টেস্ট খেলতে পারেননি তিনি। কেননা ওয়ানডে অভিষেকের পাঁচ বছর পর অর্থাৎ ২০১০ সালে সাদা জার্সি গায়ে তুলতে সক্ষম হন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৭৬৮ রান করেছেন তিনি।

ম্যান ইন ব্লুর জার্সিতে শেষ খেলেছেন ২০১৮ সালে। বিরাট কোহলির অধিনায়কত্বকালে রায়নাকে আর তেমন মাঠে দেখা যায়নি।

এ বারের আইপিএলে রায়নাকে দেখা যাবে প্রিয় সতীর্থ ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ