শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

ভারতের স্বাধীনতা দিবসে অবসরের ঘোষণা ধোনির

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২১৮ বার

স্পোর্টস ডেস্কঃ  ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ছেন। ১৫ আগস্ট শনিবার ভারতের স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি।

২০০৪ সালে বাংলাদেশ দলের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে ক্রিকেটের মধ্যদিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় ধোনির। ২০১৪ সালের পর আর টেস্ট ক্রিকেট খেলেননি। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এই ম্যাচটিই ছিল ধোনির ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিশ্বকাপ শেষে ছুটিতে যান ধোনি।

এরপর ভারত অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কোনো সিরিজেই দেখা যায়নি ধোনিকে।

মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে আর ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ