শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত বাফুফের সহসভাপতি বাদল রায়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২০৪ বার

স্পোর্টস ডেস্কঃ  মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের বর্তমান সহসভাপতি বাদল রায়।

তার করোনা টেস্টে ফল পজিটিভ এসেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, জ্বর-কাশি ও গলাব্যথা নিয়ে গত ১১ আগস্ট রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদল রায়। করোনায় আক্রান্ত হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে বাদল রায় জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন। অবস্থা তেমন গুরুতর নয়। শুধু সামান্য গলাব্যথা আছে। এ ছাড়া আর কোনো উপসর্গ নেই। ডাক্তারের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, বাড়ি থেকেই চিকিৎসা চলছে। সব রকম নিয়ম মেনে চলছি। আমি ছাড়া পরিবারের আর কেউ আক্রান্ত হয়নি। আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ