ভাষার তরে আপন গা’য়ের
কারা দিলো রক্ত?
বুক পেতে যে গুলি নিলো
হয়ে ভাষার ভক্ত!
বাংলা হবে রাষ্ট্রভাষা
এমন করে পণ যে
করলো কারা রিক্ত হাতে
মুক্তির আশে রণ যে?
কোন সে জাতী কী পরিচয়
কী বা ছিলো স্বার্থ?
বিশ্ব মাঝে এমন নজির
দেখায় নি কেউ আর তো!
তারাই ছিলো বাঙালি আর
বঙ্গ মায়ের ছেলে যে
মাতৃসম ভাষার তরে
জীবন মরণ খেলে যে
বুকের তাজা রুধির দিয়ে
করলো পূরণ আশাটা
আনলো কেড়ে বিজয় যেনো
বাংলা হলো ভাষাটা।
টি-সুলেমান- দশম শ্রেণী
বড়গল্লা দাখিল মাদ্রাসা
ছাতক, সুনামগঞ্জ।