রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

ফেসবুকে দলের সমালোচনা করতে পারবেন না কমিউনিস্ট পার্টির কর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২৩৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কর্মীদের কিছু বিষয় মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সিপিবির কেন্দ্রীয় কমিটি এসব মেনে চলার নির্দেশনা দিয়েছে।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ফেসবুকে সিপিবি কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা তুলে ধরেন। সেখানে বলা হয়, সিপিবি নিয়ে কর্মীদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম দলের ইতিবাচক প্রচারে ব্যবহার করতে হবে। দলের সমালোচনা, গোপনীয়তা বিষয়ক কিছু নিয়ে কথা বলতে পারবে না কর্মীরা।

মুজাহিদুল ইসলাম সেলিম সাতটি নির্দেশনা দেন- ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সিপিবির বক্তব্য ও কার্যক্রমের ইতিবাচক প্রচারের কাজে ব্যবহার করতে হবে। দল ও একতার ওয়েবসাইট এবং দল অনুমোদিত পেজ ও ফেসবুক প্রচারকাজে অগ্রাধিকার দিতে হবে।

স্বনামে বা বেনামে পরিচালিত ফেসবুক, টুইটার, ই-মেইল ইত্যাদিতে সিপিবির লাইন, সিদ্ধান্ত ও কাজকর্মের প্রত্যক্ষ বা পরোক্ষ সমালোচনা করে কোনো কথা বা ছবি প্রচার করা অথবা অন্য কারও এ ধরনের পোস্ট শেয়ার দেওয়া যাবে না।

সিপিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন ধরনের পোস্ট ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিবির অভ্যন্তরীণ কোনো বিতর্কিত বিষয় নিয়ে স্বনামে বা বেনামে পোস্ট করা বা তর্ক-বিতর্ক চালানো যাবে না।

ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিবি সম্পর্কিত কোনো সমালোচনা বা বিতর্কের জবাব দেওয়ার ক্ষেত্রে তা দলের গৃহীত লাইন ও সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। জবাব দেওয়ার আগে তার বিষয়বস্তু দলের নিজস্ব ফোরামে আলোচনা করে নিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দল, দলের নেতা-কর্মী বা দলের লাইন নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কথাবার্তা প্রকাশ করা যাবে না।

সিপিবির গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে যত্রতত্র দল নিয়ে কথা বলা এবং মোবাইল ফোন ও ফেসবুকে দল সংক্রান্ত এ ধরনের কোনোরূপ আলোচনা ও কথা বলা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘এসব সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। দল নিয়ে যার যার অভিমত অভ্যন্তরীণ ফোরামে দিতে পারবে। কিন্তু বাইরে যেন সেগুলো না আসে এ জন্যই এ নির্দেশনা।’

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ