দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাস ‘আত্মসমর্পণ করবেন’। তাকে পুলিশ হেফাজতে কক্সবাজারে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে এসেছিলেন প্রদীপ কুমার দাশ। তাকে এখন পুলিশ হেফাজতে কক্সবাজারে নেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, ওসি প্রদীপ কুমার দাস যেহেতু মামলার আসমি, তিনি কক্সবাজারে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। তাকে পুলিশ হেফাজতে কক্সবাজারে নেয়া হচ্ছে।
এর আগে বুধবার রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়।
এর আগে, টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
সুত্রঃ যুগান্তর