বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে হাওরে হাওরে এবার নতুন পানির আগমন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৬৩৮ বার

স্টাফ রিপোর্টার,ছায়াদ হোসেন সবুজ:: হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে কয়েক বছর পর ভালভাবে ধান গোলায় তুলতে পেরে মহা খুশি কৃষকেরা। এবারের পানি আসা যেন সাফল্যের একটি অংশ। যে পানি দেখে কয়েকবছর কৃষকের চুখে পানি এসেছে আজ সেই নতুন পানি দেখে খুবি উচ্ছসিত দক্ষিণ সুনামগঞ্জে কৃষক। নতুন পানি আসাতে যেন প্রতিটি গ্রামে গ্রামে উৎসব শুরু হয়েছে। তাই এর নাম দেয়া হল পানি উৎসব। নতুন পানি যেন পুরনো সব দু:খ কষ্ট স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে নতুন পানি আসাতে কিশোরেরা মনের আনন্দে কেউ জাল দিয়ে মাছ ধরছে,কেউ কেউ আবার তরিকুছ দিয়ে মাছ শিকার করছে স্থানীয় ভাষায় যাকে (আলুয়ারা)বলে। ছোট ছোট ছেলে মেয়েরা দল বেধে সাতার কাটছে।সবার মুখে এখন খুশির আভাস। আর নতুন পানি আসার সাতে সাতে জেলেরা ধরছে অনেক সুস্বাদু মাছ যা আমাদের মাছের চাহিদা মিটিয়ে দিবে। মাছের দামও এখন তুলনামুলকভাবে কম। জেলেরা এখন মাছ ধরার জন্য জাল বোনায় ব্যস্থ সময় পার করছেন। দক্ষিণ সুনামগঞ্জে প্রতিটি ঘরে ঘরে এখন এই উৎসব বিরাজ করছে। মাটি কাটার শ্রমিকরা মাটি কাটার জন্য নৌকা মেরামত করায় ব্যস্থ। নতুন পানি আসার সাতে সাতে নতুন সপ্নে নিজেকে বাধছেন অনেকে। এখন এক মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে চারিদিকে। গ্রামে গ্রামে প্রাচীন কালের অন্যতম যোগাযোগ মাধ্যম নৌকা দিয়ে নাইওরি(মেহমান)আসছেন। এতে আত্বীয়তার সম্পর্ক আরো গভীর হচ্ছে। অনেকে আবার গৃহপালিত পশুর খাবার (জারমুনি) সরক্ষনের জন্য দড়ি দিয়ে লাইন বেধে তা আটকাচ্ছেন। এবার কয়েকবছর পর আবারো যেন হাওরাঞ্চলের মানুষের মনে পুরনো দিনের সেই চিরচেনা সুখের আভাস দেখা যাচ্ছে।রহমতের এই মাসে সবাই আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছেন।সবার ভেতরে যেন আবার প্রাণ ফিরে পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ