রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

কবিতা- ‘হাওর পাড়ের পানি উৎসব’

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ১১১১ বার

হাওর পাড়ের পল্লীতে আজ লেগেছে খুশির ধুম!

নতুন পানির বান ডেকেছে, নেইত চোখে ঘুম!!

দস্যি ছেলে সবাই মিলে করছে ধাপা-ধাপি,
নতুন জালে পোনার পালে টেলছে রাফি, শাফি।

করিম মিয়া হাটে গিয়া কিনছেন নতুন নাউ,
উৎসবের সাজে বাদ্য বাজে, কাঁপছে সারা গাঁও !!!

রহিম মিয়া হাটু জলে ছুটছেন ওবাড়ি,
নতুন মাছের ঝোল হবে আজ আনতে তরকারি।

গরুগুলি সব আটকা পড়ে আছে ওপাড়ে,
ফিরতে হবে অবেলাতে ডুব সাঁতারে।

স্কুলে গিয়ে আটকা পড়ে মনে আনছান !
রুমি, ঝুমি, আরিফের আজ হবে না নাকি? নতুন জলের স্নান !!

পানির তোরে বাহু ডোরে, ধরে রেখে জাল,
কামাল, জামাল সবাই মিলে ধরছে পুঁটির পাল,
কেহ ধরে টেংরা, মলা, কেহ আবার গোলা !
ভাগ্য ভাল হলে পড়ে, বোয়ালে ভরে ঝোলা !!

নতুন পানির জোয়ারে পল্লী, উৎসবেতে মাতে !
বাউল গানের আসর জমে হাওর পাড়ের রাতে !!

নতুন পানির নতুন রঙ্গে নেচে উঠে প্রাণ,
হাওর পাড়ের পল্লীতে আজ নতুনের আহবান।

ফয়ছল আহমদ, প্রভাষক ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ