সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

কবিতা – মহামারি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৬৭ বার

আজ এই স্নিগ্ধ বিকেলে

চায়ের কাপটি হাতে নিয়ে,
চায়ের কাপটিতে চুমুক দিচ্ছি
সাথে বিস্কুট খাচ্ছি চা দিয়ে।

অপর পাশে হয়ত এই মহামারিতে
রাস্তার পাশে ঐ বস্তিতে,
খাবার পাচ্ছে না কেউ
তাদের অর্থ ও দিচ্ছে না কেউ কিস্তিতে।

কেউ হয়ত লজ্জা শরম ভুলে
ছোট শিশুটিকে নিয়ে কোলে
যাচ্ছে আনতে ত্রান,
কিন্তু কতক নরপশু
হাতিয়ে নিচ্ছে অনেকের দেওয়া দান।

তিল কে তাল বলা
মনুষ্য জাতির স্বভাব,
তাইতো অল্প ত্রানকে অধিক বলে
দেশে নাই এমন মানুষের অভাব।

মহামারিতে কয়জন‌ হারাবে প্রাণ?
কতক মানুষ হারিয়ে ফেলেছে তাদের আত্মসম্মান।

কতক বেসরকারি প্রতিষ্ঠান
হয়ে গেছে বন্ধ,
কত মানুষ হারিয়ে ফেলেছে
জীবনের ছন্দ।

করোনার এই মহামারিতে
কত মানুষ হয়ে গেছে নিঃস্ব,
কত মানুষ স্বজন হারিয়েছে
কতক হারিয়েছে সর্বস্ব।

মহামারি এখনো চলতেছে দেশে
তার মধ্যেই আগমন হল বন্যার,
এমনেই তো কষ্টের জীবন অনেকের
এখন তো কোন আশা নেই থামানো কান্নার।

ঘরে ঘরে এখন শুধুই হাহাকার
শুনা যায় এখন স্বজন হারানোর চিৎকার,
কারো কাছে এখন প্রিয় নয় অলংকার
কোন পথ কি নেই এসব থেকে রক্ষার?

 

লিখেছে : সুমাইয়া আক্তার

এইচএসসি পরীক্ষার্থী, উত্তরা গার্লস কলেজ, ঢাকা। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ