সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

কবিতা : নারী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৭৯ বার

সুমাইয়া আক্তার

মেয়েরা যা চায় তা পায় না,
আর যা পায় তা হয়ত চায় না।
কিন্তু যা পায় তাই নিয়ে-
সুখে থাকার করে চেষ্টা,
তবু কেন আজ অত্যাচারে
ভরে যাচ্ছে দেশটা?

যে নারী আপন ছেড়ে
পরের ভেলায় ভাসে,
তবে কেন অকারণে
সবাই তারে দোষে?

চারিদিকে শুধু শোনা যায়
নারী নির্যাতনের গল্প,
গল্প হলেও সত্যি এটাই
প্রায় সব মেয়ের সাথেই হয় অল্প সল্প।

নারী শিক্ষার গুরুত্ব
আজও বোঝলনা সমাজ,
শিক্ষার মাধ্যমেই করতে পারবে
সকল নারী বাজিমাত।

শিক্ষা মানে শুধু পড়ালেখা নয়
এমন অনেক শিক্ষিত নারী অগোচরেই পরে রয়।

লেখাপড়া করা যদিও জোটে ভাগ্যে,
কিন্তু তার দ্বারা সফলতা পাবে কোন যোগ্যে?

যোগ্যতা পাওয়া নাহি যায়
এটা অর্জন করতে হয়,
অর্জন করতে না পারলে
অনেক কষ্ট সহীতে হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ