দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে করোনায় আক্রান্ত আরো ৩৮ জনকে চিহ্নিত করা হয়েছে। আজ বুধবার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদেরকে চিহ্নিত করা হয়।
জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শাবির ল্যাবে ১৮৮টি নমুনা গ্রহণ করে সবক’টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। তন্মধ্যে ৩৫ জন সুনামগঞ্জ জেলার, বাকিরা সিলেটের।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৪ জন।
তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২২১ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১২৪১ জন, মৌলভীবাজারে ৭৪৫ জন ও হবিগঞ্জ জেলায় ৯৮৭ জন রোগী আছেন।
সুত্রঃ সিলেটভিউ