খেলা ডেস্ক::
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কাঁধে চোট পেয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। রাশিয়া বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন লিভারপুল কোচ ক্লপ সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে কাঁধে চোট পেয়েছিলেন। একটু বিশ্রাম নিয়ে মাঠে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মিনিট দু-এক পরই মাঠ ছাড়তে হয় কান্নাভেজা চোখে। মোহাম্মদ সালাহর সেই কান্না তাঁর ভক্তদের ছাপিয়ে ছুঁয়ে গেছে সাধারণ ফুটবলপ্রেমীদেরও। প্রথম মিসরীয় হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে নামা সালাহ যে এখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায়! লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কথায় কিন্তু এমন একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। শিষ্যের চোট প্রসঙ্গে ফাইনাল শেষে ক্লপ বলেন, ‘এটা মারাত্মক চোট। এক্স-রে করতে এখন সে হাসপাতালে। গলার হাড় কিংবা কাঁধের চোট পেয়েছে। দেখে ভালো মনে হয়নি।’
ইংলিশ ক্লাবটির হয়ে এবার অভিষেক মৌসুমেই ৪৪ গোল করেছেন সালাহ। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাঁকে কেন্দ্র করেই আক্রমণভাগ সাজিয়েছিলেন ক্লপ। সালাহ উঠে যাওয়ার আগ পর্যন্ত লিভারপুলও দারুণ খেলছিল। কিন্তু মিসরীয় ফরোয়ার্ড মাঠ ছাড়ার সঙ্গে ম্যাচটাও যেন ক্লপের হাতছাড়া হলো। লিভারপুল কোচ তা স্বীকার করে সার্জিও রামোসের সমালোচনা করতে ছাড়েননি, ‘এটা ম্যাচের বড় মুহূর্ত ছিল। খুব কঠোর চ্যালেঞ্জ ছিল, অনেকটাই রেসলিং।’ সালাহকে নিয়ে নিজের ব্যক্তিগত দুশ্চিন্তার কথাও জানিয়েছেন ক্লপ। লিভারপুল কোচের মতে, সালাহর বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন হুমকির মুখে। ১৯৯০ টুর্নামেন্টের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে মিসর। ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ মিসরের প্রাণভোমরা সালাহ। কিন্তু ক্লপ যে কথা শোনালেন তাতে মিসরীয় ভক্তরা আশাহত হবেন, ‘আমরা সবকিছু চেয়ে কিছুই পাইনি। আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হারিয়েছি এবং মিসর সম্ভবত বিশ্বকাপে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হারাল। এখন পর্যন্ত যা বলে এসেছি, চোটটা দেখে মোটেও ভালো লাগেনি।’