স্টাফ রিপোর্টারঃ ধীরে ধীরে হাওরের জনপদ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়ও করোনার দাপট চলছে। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি চাকরিজীবী। করোনার থাবা থেকে বাদ পড়ছে না নারী শিশু কেউ। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। তিনি শুরু থেকেই এই করোনা মহামারীর একজন সম্মুখ যোদ্ধা এবং পুরো উপজেলায় একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সোমবার সকাল ১০ ঘটিকায় ডাঃ জসিম উদ্দিন নিজেই উনার করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত কয়েকদিন থেকে হালকা জ্বর ও ব্যাথায় ভুগছিলাম, তাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেই আমি। রোববার রাত ৯.৩০ টার দিকে আমার হাতে টেস্টের রিপোর্ট আসে যে আমি করোনা পজিটিভ।
করোনায় আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বর্তমানে সিলেট শামসুদ্দিন হাসপাতাল ভর্তি আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।