শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

এবার স্টোকস ঝড়, লিড বড় হয়নি ওয়েস্ট ইন্ডিজের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৪৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   পেসারদের দখলে সাউদাম্পটন। প্রথম ইনিংসে ক্যারিবীয় বোলার সাইক্লোন তুললে পরে তা সুপার সাইক্লোনে পরিণত করেন ক্যারিবীয় জেসন হোল্ডার।

যদিও ক্যারিবীয় ইনিংসে এর উল্টো চিত্রটাই দেখা গিয়েছিল। প্রথম ইনিংসের বোলিংবান্ধব পিচ যেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের পক্ষে চলে গেল।

আসলে এখানে কৃতীত্ব ইন্ডিজ ব্যাটসম্যানদেরই। ইংলিশ বোলারদের বিপক্ষে সারাদিন দুর্দান্ত ব্যাটি করেছিল ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ঠিক ধস নামাতে পারেননি অ্যান্ডারসন, আর্চাররা। আগেরদিন যে কাজটা করেছিলেন হোল্ডার ও গ্যাব্রিয়েল।

ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে সুশৃঙ্খল ব্যাটিংয়ে সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে লিড নেয় উইন্ডিজ। ভাবা হচ্ছিল বড় লিড তাড়া করতে হবে ইংলিশদের।

কিন্তু তা আর হতে দিল না ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস।

তৃতীয় দিনের শেষ বিকালে হঠাৎ ঝড় তোলেন স্টোকস। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্যারিবীয় ব্যাটিং।

৩১৮ রানেই অলআউট হয়ে যায় জেসন হোল্ডারের দল।

সে হিসাবে ১১৪ রানের লিড দিতে পারল সফরকারীরা। এদিন বেন স্টোকস ৪৯ রানের খরচায় নিয়েছেন ৪ উইকেট। সুইংয়ের জাদু দেখিয়ে জেমস অ্যান্ডারসন নিলেন ৩টি।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বোচ্চ রান করেছেন কেসি ব্রাথওয়েট। ২৫ বল খেলে ৬১ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে উইকেটরক্ষক শেন ডওরিচের ব্যাটে। তিনি ১১৫ বল খেলে ৬১ রান করেন। রস্টোন চেজকে সঙ্গে নিয়ে ৮১ রানের দারুণ এক জুটিও গড়ে তুলেছিলেন তিনি। রস্টোন চেজ করেছেনর ৪৭ রান।

১১৪ রানের তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৫ রান জমা করেছে স্বাগতিকরা। আগের ইনিংসে শূন্য রানে আউট হয়ে যাওয় ডম শিবলে ৫ রান ও ররি বার্নস ১০ রানে অপরাজিত আছেন।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ