মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

পাকিস্তানি মন্ত্রিপরিষদে করোনার থাবা, এবার স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৩২ বার

অনলাইন ডেস্কঃ  পাকিস্তানে করোনায় আক্রান্তের প্রকোপতা দিন দিন বাড়ছে। এবার করোনা হানা দিয়েছে পাকিস্তানের মন্ত্রিপরিষদে। সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা। এক টুইট বার্তায় তিনি নিজে এ কথা জানিয়েছেন। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি করোনায় আক্রান্ত হন।

স্বাস্ত্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, আমি করোনা পজিটিভ। স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি এবং সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমার জন্য আপনার দোয়া করবেন। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। বড় পার্থক্য তৈরি করে যাচ্ছেন আপনারা এবং আপনাদের নিয়ে আমি গর্বিত।

এর আগে জুনে রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিসহ ১৬ জন রাজনীতিবিদের কোভিড-১৯ ধরা পড়েছিল ওই সময়। তার আগে পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সারের করোনা পজিটিভ হয়। এবার দুই দিনের ব্যবধানে মন্ত্রিসভার ২ গুরুত্বপূর্ণ ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।

সূত্র: ডন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ