দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আরো ৩৬ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়ে।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাম্মাদুল হক।
তিনি জানান, আজ র্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়।
এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৪ জন রয়েছেন।
সবমিলিয়ে সিলেট বিভাগে এখন করোনাক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৮৩ জন।
এর মধ্যে সিলেট জেলার ২৬৮৬ জন, সুনামগঞ্জে ১০৬৯ জন, মৌলভীবাজারে ৫০৬ জন ও হবিগঞ্জে ৭২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৫৮৪ জন।
সুত্রঃ সিলেটভিউ