স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি। একদিকে করোনা অন্যদিকে বন্যা। সব মিলিয়ে দুঃখের শেষ নেই মানুষের। এই করুন পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে নৌকাযোগে বন্যার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার পৌছে দিয়েছেন জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদ ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
বুধবার (১ জুলাই) বিকাল ৩ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং(কান্দি) গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি।
এসময় সাথে ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য সালেহ আহমদ হৃদয়, ছায়াদ হোসেন সবুজ, শ্রমিক নেতা আব্দুল হান্নান, আব্দুস সাত্তার প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই পরিস্থিতি মানুষ কতটা কষ্টে আছে তাদের পাশে না গেলা বুঝাই যেতনা। আকস্মিক এই বন্যায় কষ্টের শেষ নেই মানুষের। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সামান্য শুকনো খাবার নিয়ে তাদের পাশে গিয়েছি। এই করুন পরিস্থিতিতে বিত্তবানদের উচিত বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন ক্ষতিগ্রস্থ মানুষকে হেফাজত করেন।