রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

মুজিববর্ষ এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে নাগরিক সেবা উন্নয়ন বিষয়ক অনলাইন সেমিনার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৪৮ বার

স্টাফ রিপোর্টার::

ডিজিটাল মেলা ২০২০ উপলক্ষে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় আইসিটি বিভাগ, এটুআই এবং জেলা প্রশাসনের আয়োজনে “মুজিববর্ষ এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে নাগরিক সেবা উন্নয়ন” বিষয়ক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট- সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বিপিএম।

এছাড়াও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা। অনলাইন সেমিনারে সুনামগঞ্জ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন। সেমিনারে মাননীয় মন্ত্রী তাঁর বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ