শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জে ১৯ দিন পর ১৭ জন জানলেন ‘করোনা পজিটিভ’

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   হবিগঞ্জ জেলার আরো ১৭ বাসিন্দা করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষা শেষে আজ রবিবার জানানো হয়েছে ফলাফল।
গেল ৯ জুন এসব ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। ১৯ দিন পর জানতে পারলেন, তারা করোনা পজিটিভ। সাধারণত, আক্রান্ত হওয়ার ১৪ দিন পর রোগী সুস্থ হয়ে ওঠেন। ১৪ দিন পর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু হবিগঞ্জের এসব ব্যক্তি ফলাফলই জানতে পেরেছেন ১৯ দিন পর। এর মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, নতুন শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে সদরের ৫ জন, মাধবপুরের ৭ জন, চুনারুঘাটের ১ জন, নবীগঞ্জের ৩ জন ও আজমিরীগঞ্জের ১ জন রয়েছেন।

এ নিয়ে হবিগঞ্জে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৪ জনে।

সিভিল সার্জন সংবাদমাধ্যমকে জানান, হবিগঞ্জ থেকে এক দিন পর পর ঢাকায় নমুনা পাঠানো হয়। কিন্তু দেরি হয় ফলাফল পেতে। ঢাকায় প্রায় ১৫শ’ নমুনা জমা আছে। এর মধ্যে কিছু ফলাফল আজ এসেছে।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৭০ জন।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ