শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হাফিজদের রেখেই ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৪০ বার

স্পোর্টস ডেস্কঃ  দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে পাকিস্তান ক্রিকেট দল। করোনা পরীক্ষায় ১০ ক্রিকেটার পজিটিভ হওয়ায় এই সফর নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সব শঙ্কা-প্রশ্ন উড়িয়ে রোববার নির্ধারিত সময়েই ইংল্যান্ড যাবে পাকিস্তান।

করোনাভাইরাস আক্রান্তদের দেশেই রেখে যেতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। ইংল্যান্ড সফরের সবুজ সংকেত পাওয়ার পর অনুশীলন শুরু করে পাকিস্তান। ক্যাম্প চলাকালীন দুই ধাপে ১০ খেলোয়াড়ের শরীরে ধরা পড়ে করোনা।

শুক্রবার পিসিবির সর্বশেষ পরীক্ষায় মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাদাব খান ও মোহাম্মদ হাসনাইনের ফল নেগেটিভ এসেছে। তবে শেষ পর্যন্ত প্রথম পরীক্ষায় পজিটিভ হওয়া ১০ জনকে দেশে রেখেই ইংল্যান্ডের বিমানে উঠবে মিসবাহ-উল-হকের দল।

আগামী সপ্তাহে তৃতীয় পরীক্ষায় নেগেটিভ হলে পরে দলের সঙ্গে যোগ দেবেন হাফিজ, রিয়াজরা। আপাতত মুসা খান ও রোহেল নাজিরকে যুক্ত করে ২০ জনের দল নিয়ে ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান।

ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

facebook sharing button
messenger sharing button

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ