দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২৬ জুন) নমুনা পরীক্ষার পর আক্রান্তদের শনাক্ত করা হয়।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক মো. হাম্মাদুল হক সিলেটভিউকে এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ১৬০টি নমুনা গ্রহণ করা হয়। পূর্বের সংগ্রহকৃত কিছু মিলিয়ে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২২ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
নতুন আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই পর্যন্ত (শুক্রবার, ২৬ জুন) সুনামগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩২ জন।
সুত্রঃ সিলেটভিউ