শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

মেসিদের ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রামোসরা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২২১ বার

স্পোর্টস ডেস্কঃ  স্প্যানিশ লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে নিজেদের ম্যাচ জিতে ফের টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল।

আগের দিন রাকিতিচের পারফরম্যান্সে কষ্টার্জিত জয়ে শীর্ষস্থানে বসেছিল লিওনেল মেসির দল।

কিন্তু বার্সা সমর্থকদের উল্লাস সহ্য হয়নি রিয়ালের।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসরা।

এদিন পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছেন রিয়াল।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রথম গোল তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

লুকা মদ্রিচের কাছ থেকে পাস পেয়ে তার সফল ফিনিশিং আনেন ভিনিসিয়াস।

গোল করেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের স্মরণে এক হাত বুকে ও অন্য হাতে মুষ্টিবদ্ধ করে আকাশপানে দিয়ে উদযাপন করেন ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধে অধিনায়ক সার্জিও রামোসের নিখুঁত এক ফ্রি কিক দেখল ফুটবলপ্রেমীরা।

সেই ফ্রি কিক থেকে ম্যাচের দ্বিতীয় গোল করে ২-০ তে সহজ জয় নিশ্চিত করেন জিনেদিনে জিদানের দল।

সহজ জয় পেলেও এদিন রিয়ালের ৪ জন খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড।

বাদ যাননি অধিনায়ক রামোসও। বাকিরা হলেন লুকা মদ্রিচ এবং ফারল্যান্ড মেন্ডি ও টনি ক্রুস ।

বিষয়টি কোচ জিদানকে নতুনভাবে চিন্তায় ফেলেচ্ছে নিশ্চয়ই।

এ জয়ে লিগের ৩১ ম্যাচ শেষে ২০ জয় ও ৮ ড্রতে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচ সমান পয়েন্ট থাকলেও দুই নম্বরে বার্সেলোনা।

চলতি লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ