শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

আক্রান্ত দেশের তালিকায় ১৭তম বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৫২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   বিশ্বের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম। জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় দ্রুত উত্তরণ ঘটেছে বাংলাদেশের। আক্রান্তের সংখ্যা বিবেচনায় মাত্র দুই মাসের ব্যবধানে ৪৭তম থেকে ১৭তম স্থানে চলে এসেছে দেশটি। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা ৪ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার।           রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অনুসারে, বুধবার পর্যন্ত দেশটিতে নিশ্চিত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৮২ জন করোনা রোগী। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫০ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪৬২ জন ও ৩৭ জন।

হপকিন্সের উপাত্ত অনুসারে, সর্বশেষ বিশ্বের ১৮৮টি দেশ বর্তমানে করোনা সংক্রমণের শিকার। বুধবার বিকাল ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। মহামারিটির প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশটির একাধিক রাজ্যে রেকর্ড পরিমাণ সংক্রমণ ধরা পড়ছে। বিশেষজ্ঞদের অনেকে দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা করছেন। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি মানুষের। প্রতিদিন এ সংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে।
হপকিন্সের তালিকায় বাংলাদেশের ঠিক উপরেই রয়েছে সৌদি আরব। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১ হাজার ৩৪৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন। এদিকে, ১ লাখ ৮৮ হাজার ৯২৬ জন আক্রান্ত নিয়ে সৌদি আরবের ঠিক উপরেই অবস্থান করছে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পর শীর্ষ ১০ দেশের অন্যান্যগুলো হচ্ছে যথাক্রমে, ব্রাজিল (১,১৪৫,৯০৬), রাশিয়া (৬০৬,০৪৩), ভারত (৪৫৬,১৮৩), যুক্তরাজ্য (৩০৭,৬৮২), পেরু (২৬০,৮১০), চিলি (২৫০,৭৬৭), সেপন (২৪৬,৭৫২), ইতালি (২৩৮,৮৩৩) ও ইরান (২০৯,৯৭০)।
মৃতের তালিকায় শীর্ষ দেশগুলো হচ্ছে যথাক্রমে ব্রাজিল (৫২,৬৪৫), যুক্তরাজ্য (৪৩,০১১), ইতালি (৩৪,৬৭৫), ফ্রান্স (২৯,৭২৩), সেপন (২৮,৩২৫), মেক্সিকো (২৩,৩৭৭), ভারত (১৪,৪৭৬), ইরান (৯,৮৬৩) ও বেলজিয়াম (৯,৭১৩)।
বিশ্বজুড়ে বুধবার অবধি সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ৪৫ হাজারের বেশি করোনা আক্রান্ত।আক্রান্ত ও মৃতের তালিকাতেও শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন অবধি দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৪৭ হাজার ৫৪৮ জন। এ তালিকায় শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে যথাক্রমে ব্রাজিল (৬২৮,৩২৬), রাশিয়া (৩৬৮,২২২), ভারত (২৫৮,৬৮৫), চিলি (২১০,৫৭০), ইতালি (১৮৪,৫৮৫), জার্মানি (১৭৬,৩২৫), ইরান (১৬৯,১৬০), তুরস্ক (১৬৮,৮৪৮) ও সেপন (১৫০,৩৭৬)।

সুত্রঃ মানব জমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ