শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

করোনায় ৯৩৯৮ পুলিশ আক্রান্ত, মৃত্যু ৩৪

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৬৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা সংক্রমিত হচ্ছেন। রোজ বহু পুলিশ সদস্য আক্রান্ত হচ্ছেন।মারাও যাচ্ছেন অনেকে। এখন পর্যন্ত সারা দেশে ৯ হাজার ৩৯৮ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ জন পুলিশ সদস্য।ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীতে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ২৮ এপ্রিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জসিম উদ্দিন নামের এক কনস্টেবল মারা যান সেদিন।আর প্রথম আক্রান্ত ধরা পড়ে ২৩ এপ্রিল।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে,করোনারোধে কাজ করা মাঠের পুলিশ সদস্যরাই বেশি আক্রান্ত হচ্ছেন ভাইরাসটিতে।তবে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আক্রান্ত হচ্ছেন।

শুধু ডিমপিতেই দুই হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।মারা যাওয়ার হারও ডিএমপিতে বেশি। সর্বশেষ গতকাল সোমবার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম মারা যান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া)সোহেল রানা বলেন, করোনা প্রতিরোধে পুলিশ শুরু থেকেই মাঠপর্যায়ে কাজ করছেন। আক্রান্ত সদস্যদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে দ্রুত রোগী সুস্থও হয়ে উঠছেন। সুস্থদের মধ্যে বেশিরভাগই কাজে যোগদান করেছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৫৮২ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ৪৬২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ২২ হাজার হাজার ৬৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন এবং মোট সুস্থ ৪৯ হাজার ৬৬৬ জন।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ