রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

কলার খোসা ফেলনা নয়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩১৪ বার

লাইফস্টাইল ডেস্কঃ  বেশিরভাগ সময় কলা খাওয়ার পর খোসাটা ডাস্টবিনে ফেলে দিই। কলার পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানলেও এর খোসার ব্যবহার সম্পর্কে অনেকেরই জানা নেই।

কলার খোসা কিন্তু ফেলনা নয়। এই খোসা যে কত কাজের তা কি জানা আছে আমাদের?

ফেলা দেয়া কলার খোসা অনেক কাজে লাগতে পারে।

আসুন জেনে নিই কলার খোসার ব্যবহার-

ঝকঝকে সাদা দাঁত

ঝকঝকে সাদা দাঁত পেতে কলার খোসার ভেতরের অংশ ব্যবহার করতে পারেন। খোসা দাঁতে ঘষতে থাকুন ২ মিনিট ধরে। ৫ মিনিট অপেক্ষা করে এর পর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র ৭ দিনেই পাবেন সাদা দাঁত।

জুতা চকচকে

জুতায় বুট পলিশের পরিবর্তে ব্যবহার করতে পারেন কলার খোসা। জুতায় লেগে থাকা আলগা ময়লা পরিষ্কার করে নিন। ভেতরের অংশটা দিয়ে জুতা ওপরে ঘষুণ অন্তত ৫ মিনিট। দেখবেন চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতা।

ব্রণ দূর করতে

ব্রণের সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষলে উপকার পাবেন।

মসৃণ ত্বক

শুষ্ক আর খসখসে ত্বকে কলার খোসার ভেতরের অংশ লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তার পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ লাগছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ