সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

কবিতা – কোন একদিন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৩২ বার

কোন একদিন দেখা হবে আমাদের
হয়তো কোন এক সাতসকালে
সগৌরবে ফুটে উটা ফুল বাগানের কাছে,
নয়তো দেখা হবে কোন এক দুপুরে
দুর্গন্ধময় ব্যস্ততম রাস্তার কিনারে
কোন একদিন দেখা হবে আমাদের!

কোন একদিন দেখা হবে আমাদের
দর্শকভর্তি গ্যালারির এককোণে,
টানটান উত্তেজনায় খেলা দেখা দর্শকের সামনে
নয়তো কোন এক কলেজ ক্যাম্পাসে
আমলকী কিংবা আকাশি গাছের পাদদেশে
কোন একদিন দেখা হবে আমাদের!

কোন একদিন দেখা হবে আমাদের
হয়তো ক্ষুরধার নদীর দক্ষিণ তীরে
সবুজ ক্ষেতের অথবা মূত্তিশিলার ধারে,
নয়তো শহরের যানজটময় ট্রাফিক পয়েন্টে
রেড সিগনালে আটকে পড়া জনতার ভীরে
কোন একদিন দেখা হবে আমাদের!

কোন একদিন দেখা হবে আমাদের
হয়তো কোন এক সহপাঠীর বিয়ের অনু্ষ্ঠানে
একই ক্যামেরার ফোকাস গায়ে মাখবো মোদের!
নয়তো কোন এক কিংবদন্তির অন্ত্যেষ্টিক্রিয়ায়
শোকাবহ অবস্থায় শোকর্তদের কাতরতায়
কোন একদিন দেখা হবে আমাদের।

লিখেছেন: কুমার কাঞ্চন

সাধারণ সম্পাদক, হবিবপুর ছাত্রকল্যাণ পরিষদ শাল্লা,সুনামগঞ্জ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ