বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

গালওয়ানে চীনা কমান্ডিং অফিসার নিহতের দাবি ভারতের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২২৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন রাতে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একজন কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে।

সোমবার পূর্ব লাদাখের চুশুলের অদূরে চীন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দ্বিপাক্ষিক কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে চীনের তরফে বিষয়টি জানানো হয় বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে।

সেনা সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজকের বৈঠকে চীন কমান্ডিং অফিসারসহ কয়েকজন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। গালওয়ানের ঘটনার পরে এই প্রথম চীন তাদের সেনার মৃত্যুর খবর মেনে নিয়েছে বলে সংবাদমাধ্যমটি দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, লেহতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ৩ নম্বর কোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং পিএলএ’র সম-পর্যায়ের এক কর্মকর্তা এ দিনের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা হওয়ার কথা।

গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যাকায় চীন-ভারতের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক কর্নেলসহ ভারতের ২০ সেনা নিহত হয়। এছাড়া ৭৬ সেনা সদস্য আহত হয়।

অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমে চীনের ৪৩ সেনা নিহত হয়েছে দাবি করা। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত জানানো হয়নি।

ওই দিনই ভারতীয় ১০ সেনাসদস্যকে ধরে নিয়ে যায় চীন। পরবর্তীতে দুই দেশের মধ্যে চলা সামরিক বৈঠকে তাদের ফেরত দেয় বেইজিং।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ