রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

আমি ও আমার পূর্বপুরুষ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৭৪ বার

কুমার কাঞ্চন:: 

নীল আকাশের দিগন্তের নিচে গড়ে উঠেছে যে কত জনপদ
অকূল আকাশ,যুবতী যমুনা একই রেখাতে কাল প্রতিপদ,
সেখানেরই এক কোণে জীবন্ত ছিল আমার পূর্বপুরুষগণ
যাদের উদার জীবন দর্শন প্রভাবিত করে আমার জীবন।
সততায় এবং মানবতায় সত্যে সদা নিশ্চল প্রতিটিক্ষেত্রে-
আমি তাদের এক উত্তরসূরী তাদের রক্তধারা প্রতি রন্ধ্রে রন্ধ্রে।
অথচ আমি তাঁদের মত সত্যে; সততায় এবং মানবতায়
সত্যের অবিচল মানব নই,রিপুর তাড়নায় ডুবে; না হয়
আমি স্বরচিত জীবন ধারায় ডুবিয়েছি নিজেকে অথৈ সাগরে
লবণাক্ততায় ও ঝড়ে বিধ্বস্ত আমি আমাকে যে খুঁজি বালুচরে।

আমার সমগ্র সুপ্ত চিন্তা ধারা জাগ্রত হয়ে সদা নিদ্রিত হয়

রপ্ত জ্ঞান আসে না কাজের কাজে, ভ্রমে বিভ্রমে কি স্বপ্নে কল্পনায়
লাখো বছরের পুরনো সভ্যতা যেভাবে বিলীন হয় ধীরে ধীরে
তেমনি আমি হারিয়েছি নিজেকে, নিজের সত্তাকে অজ্ঞানতিমিরে।
অনুচ্চস্বরে আধারে করজোড়ে চাই ক্ষমা ক্ষীণ অধিকারবলে
যা যা অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হচ্ছি নিজের ত্রুটি ও অজ্ঞানতাবলে।

লেখক: সাধারণ সম্পাদক, হবিবপুর ছাত্র কল্যাণ পরিষদ, শাল্লা। 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ