বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

সংঘর্ষের স্থানের খুব কাছেই বুলডোজার আনল চীন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৮০ বার

অনলাইন ডেস্কঃ  গালওয়ান নদীর প্রবাহে বাধা দিতে সীমান্তে কাছে বুলডোজার এনেছে চীন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশ করে। খবরে বলা হয়, ১৫ জুন চীন-ভারতের মধ্যে সংঘটিত সংঘর্ষের স্থান থেকে উত্তর-পশ্চিম লাদাখে এক কিলোমিটারেরও কম দূরত্বে বুলডেজারটি রাখা হয়েছে। ওই সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় জওয়ান নিহত হন।

খবরে বলা হয়েছে, সংঘর্ষের দ্বিতীয় দিন চীন-ভারতের মধ্যে মেজর জেনারেল পর্যায়ে বৈঠক হলেও তা অমীমাংসিত থেকে যায়। বুধবার বৈঠক আবারও বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। সবশেষ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সংঘর্ষ স্থলে বৈঠক বসে দুই দেশের সামরিক কর্মকর্তারা। সীমান্তের খুব কাছ থেকে চীন তাদের সেনা না সরানোর বিষয়ে অনড় থাকে। ফলে আবারও নিস্ফল বৈঠক হয়।

সীমান্তের ১৪ নম্বর পয়েন্টের কাছে টহল দেয়ার সময় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লোহার রডের ওপর পেরেক পোঁতা হাতে তৈরি অস্ত্রের আঘাতে আহত হন। এসব অস্ত্র ব্যবহার করে দুই দেশের সেনা সদস্যরা। এতে উভয় পক্ষের সেনারা হতাহত হন বলে সংবাদ মাধ্যমে জানানো হয়।

এ সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহতের দাবি করা হলেও বেইজিংয়ের পক্ষ থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি। অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চীনের অন্তত ৪৫ সেনা নিহত হয়েছে।

প্রকৃত সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চীনা বুলডোজারের ছবি পরিষ্কারভাবে দেখানো হয়েছে এনডিটিভির প্রকাশ করা ছবিতে। বলা হচ্ছে, গালওয়ান নদীর প্রবাহে বাধা দিতেই এটি আনা হয়েছে। এটি ভারতীয় সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে এনে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ