দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৭৯ জন। এদিকে ওসমানী তে নমুনা পরীক্ষায় আরও ৪ জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে একদিনে সুনামগঞ্জে ৮৩ জন করোনা পজেটিভ।
সোমবার (১৫ জুন) নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সিলেটভিউ জানান, শুক্রবার শাবির আরটি-পিসিআর ল্যাবে ৩৬৯টি নমুনা গ্রহণ করা হয়। পূর্বের কিছু মিলিয়ে ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ৭৯জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, শাবির ল্যাবে নতুন ৭৯ জন শনাক্ত এবং ওসমানীতে ৪ জন মোট ৮৩ জন শনাক্তের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা প্রায় ৭০০ ছুঁই ছুঁই।