শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

এমপি পাপুলের ব্যাংক হিসাব তলব

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৩৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   কুয়েত আটক হওয়া বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম ওরফে পাপুলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি থেকে রোববার এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংকে পাঠানো হয়। চিঠিতে জরুরিভিত্তিতে এ তথ্য দিতে বলা হয়।

জানতে চাইলে বিএফআইইউর প্রধান আবু হেনা মো. রাজী হাসান বলেন, বিভিন্ন সময়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করি। বেশিরভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কোনো সংস্থা তথ্য চাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ নেই। এছাড়াও সংবাদপত্রে কারও ব্যাপারে সংবাদ ছাপা হলেও আমরা অ্যাকাউন্টের খোঁজ নিই।

বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়- পাপুলের ব্যাংক হিসাবের বর্তমান এবং পেছনে লেনদেন হয়ে থাকলে জানাতে হবে। যেসব তথ্য জানাতে হবে এরমধ্যে রয়েছে- খোলা থেকে শুরু কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফর্ম, লেনদেনের প্রোফাইল এবং লেনদেনের সর্বশেষ তথ্য। চিঠিতে আরও উল্লেখ করা হয়, কাজী শহিদ ইসলাম পাপুলের বাবা মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম, মা কাজী তাহুরুন নেচ্ছা, ঠিকানা কাজী বাড়ী, ওয়ার্ড নং ৮, রায়পুর পৌরসভা, লক্ষ্মীপুর।

মানব পাচারের অভিযোগে সম্প্রতি কুয়েতে আটক হন পাপুল। এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশি এই আইনপ্রণেতা মানব পাচারের সঙ্গে জড়িত। তিনি বড় পরিসরে ভিসার বিজনেসের জন্য কুয়েতে এসেছিলেন। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে কুয়েতের আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ