স্পোর্টস ডেস্কঃ মহামারী করোনাভাইরাসের কারণে ভারতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর বাতিল হয়েছে। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী জুনে দ্বীপরাষ্ট্রে সফর করার কথা ছিল বিরাট কোহলিদের। তবে জুনের পরিবর্তে আগামী আগস্টে স্থগিত হয়ে যাওয়া সিরিজ আয়োজনে রাজি দুই দেশের ক্রিকেট বোর্ড।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জুনের শেষদিকে শ্রীলংকার মাঠে ৩টি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের।
ভারতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিসি এক টুইট বার্তায় জানায়, চলতি মাসের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দলের শ্রীলংকায় খেলতে যাওয়ার যে সূচি নির্ধারিত ছিল তা করোনাভাইরাসের কারণে আপাতত স্থগিত করা হল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুন ধুমাল রয়টার্সকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো দেশে গিয়ে সিরিজ খেলা একেবারেই অসম্ভব। এখন জীবনই ঝুঁকির মধ্যে, খেলার প্রশ্নই আসে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সিরিজ খেলতে যাওয়ার চেষ্টা করব।